প্রকাশিত: Wed, Jul 31, 2024 11:13 AM
আপডেট: Wed, Apr 30, 2025 4:24 AM

[১]স্থায়ী নিয়োগ পাওয়া হাইকোর্টের ৯ বিচারপতির শপথ গ্রহণ

ইকবাল খান: [২] মঙ্গলবার বিকেলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদেরকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। সূত্র: বাসস

[৩] এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল এস এম মুনীর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জরুল হক ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

[৪] এর আগে দুই বছর আগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগের ৯ বিচারপতিকে মঙ্গলবার স্থায়ী হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

[৫] এছাড়া ওই সময় দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া দুইজনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

[৬] এ বিষয়ে মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।